
জাহিদ হাসান: নেত্রকোনার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ অভিযান চালিয়ে দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া, সদস্য শমশের, কলমাকান্দা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, কলমাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেন মিলন, কলমাকান্দা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. শাহাবদ্দিন, লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনূস মিয়া, উপজেলা ছাত্রদল সদস্য মো. সোহানূর রহমান, ওরংছাতি ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার জুমআ’র নামাজ শেষে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলালকে তার ব্যক্তিগত কার্যালয়ে থেকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ। এছাড়াও অভিযানে আটপাড়া থানায় ২ জন, মোহনগঞ্জে ৬ জন, মদন ২ ও কেন্দুয়ায় ৪ জনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার নীল নকশা বাস্তবায়ন করতে বিরোধী দলের ডাকা কর্মসূচি বানচাল করতে একটি গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্থ করার জন্যই সরকারের আজ্ঞাবাহ পুলিশ বাহিনী দলের নিরীহ নেতা-কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে মিথ্যা ও হয়রানিমূলক মামলার নামে গ্রেপ্তার করেছে। আমি এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের নামে থানায় মামলা রয়েছে।
বিজ্ঞাপন