
কুকুরের জন্মদিন উপলক্ষে ২০ হাজার ডলার বা ২১ লাখ ৫২ হাজার টাকার একটি ঘর উপহার দিয়েছেন কুকুরের মালিক। পোষ্য কুকুরটির জন্য বিশেষ কিছু করার ইচ্ছে থেকে এমনটা করেছেন বলেও জানিয়েছেন মালিক রিভেরা।
রোববার ৪ জুন ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, একজন মানুষ তার কুকুরের জন্মদিন উদযাপনের ভিডিও ইউটিউবে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, লোকটি তার কুকুরের জন্য বিশেষ উপহারের সাথে ২০ হাজার ডলারের কুকুরের জন্য বিশেষভাবে তৈরি ঘর উপহার দিচ্ছেন।
ভিডিওটি ইউটিউবে শেয়ার করেন ব্রেন্ট রিভেরা নামের এক ব্যক্তি। তার কুকুরের নাম চার্লি। ভিডিওর শুরুতে তিনি বলেন, তার পোষা কুকুরের জন্য তৈরিকৃত পুরাতন ঘরটি ছোট হয়ে যাচ্ছে। যার কারণে তিনি কুকুরের জন্য নতুন ঘর তৈরির পরিকল্পনা করছেন। তিনি তার বন্ধুকে সাথে নিয়ে কুকুরের জন্য ঘর তৈরির কাজ শুরু করেন।
একটি আলাদা বেডরুম, বসার ঘর এবং ঘরের উঠানসহ ২০ হাজার ডলারের একটি ঘর নির্মাণ করেন রিভেরা। এছাড়াও ঘরে রয়েছে একটি টিভি, যেখানে কুকুরটি বসে কাঠবিড়ালির সিনেমা দেখতে পাবে।

ভিডিওর শেষের দিকে রিভেরা চার্লিকে আরেকটি কুকুরছানা উপহার দিয়ে শেষ এবং চূড়ান্ত চমক প্রকাশ করেন। এসময় চার্লিকে অত্যন্ত খুশি দেখা যায় এবং কুকুরছানাটিকে আদরও করতে দেখা যায়।