চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জেলায় জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মধ্যরাত থেকেই সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রতিনিধিদের পাঠানো তথ্যে সারাদেশের একুশে উদযাপন-

চট্টগ্রাম  – মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সাধারন মানুষ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ও সাবেক মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সংগঠক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রংপুরবাসী।

খুলনার শহীদ হাদীস পার্কে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাগেরহাটের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে।

মেহেরপুর শহরের শহীদ ড. সামছুজ্জোহা পার্কে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেহেরপুরের জনসাধারন।

ময়মনসিংহ টাউন হলে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহবাসী। এসময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ।

গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুরবাসী।

গাইবান্ধা পৌর শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধার সাধারণ মানুষ।

ঝিনাইদহ জেলার শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঝিনাইদাহবাসী।

পটুয়াখালী – পটুয়াখালীতে শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া – ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিনটি পালনে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িবাসী। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

লক্ষীপুর – লক্ষীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে কেন্দ্রিয় শহীদ স্মৃতি বেদীমূলে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন লক্ষীপুরবাসী। এসময় উপস্থিত ছিলেন সাবেক বেসামরিক বিমান মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

নড়াইল – নড়াইলে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রæয়ারি প্রথম প্রহর ১২টা ১ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নড়াইলবাসী।

নরসিংদী – নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন ও রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদীর মানুষ। এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

চাঁদপুর – চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান।  এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয় চাঁপাইনবাবগঞ্জে।

অমর একুশের কর্মসুচীর মধ্যে ছিল সুর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরনীসহ অন্যান্য কর্মসুচী।

শরীয়তপুর : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

কুষ্টিয়া – কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জেলা কালেক্টরেট চত্ত¡রে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ফেনী –  ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, ফেনী প্রেসক্লাব, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

গোপালগঞ্জ – অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

নোয়াখালী – নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ২১শের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।

রাঙ্গামাটি – একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে সরকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বগুড়া – গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন আর সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে বগুড়াতেও মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
রাত ১২টা ১ মিনিটে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে বগুড়ায় একুশের কর্মসূচী শুরু হয়। শিশির ভেজা শীতের রাতেও হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার।