চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইরাকে স্টেডিয়ামে প্রবেশে হট্টগোল, নিহত ২

ইরাকের বসরায়  একটি স্টেডিয়ামে প্রবেশের সময় হট্টগোলে অন্তত দু’জন সমর্থক নিহতর খবর পাওয়া গেছে।এছাড়াও আহত হয়েছে আরও প্রায় ৮০ জন।

ইরাক ও ওমানের মধ্যকার উপসাগরীয় কাপের ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার ভক্ত বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে যাওয়ার পথে পদদলিত হয়ে দু’জন নিহত হয়। এসময় প্রবেশের বেশ কিছু রাস্তা বন্ধ ছিল। ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন ইরাকি ন্যাশনাল এজেন্সি (আইএনএ) জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী আয়মেন ইব্রাহিম বলেন, অনেকেই টিকিটধারী ছিলেন না, যার কারণে স্টেডিয়ামে ঢোকার চেষ্টায় লোকেরা একে অপরকে ধাক্কা দেয়। আমি সকাল ৬টায় স্টেডিয়ামের কাছে এসেছিলাম যাতে সহজেই প্রবেশ করতে পারি, কিন্তু আমি তা করতে পারিনি। আমার কাছে ম্যাচের টিকিট আছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের একজন কর্মকর্তা জানান, বেশকিছু ভক্ত টিকিটবিহীন অবস্থায় স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে এই দুর্ঘটনাটি ঘটে।

অন্যদিকে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকায় ইরাক ও ওমানের মধ্যকার ফাইনালটি  যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরাকি ফুটবল ফেডারেশন।