এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঘন কুয়াশার প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে শনিবার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত কুয়াশার কারণে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানোর কথা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইভার্ট হওয়া ফ্লাইটের সংখ্যা ৮টি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আগত থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট, আজারবাইজানের বাকু থেকে সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, জেদ্দা ও শারজাহ থেকে আসা তিনটি ফ্লাইট, কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজের একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আগত টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে।
এছাড়া কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যাংককে পাঠানো হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিয়াদ থেকে আগত একটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, মোট আটটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।
তিনি আরও বলেন, বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে। একই সঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া এবং শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনাও রয়েছে।








