চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৮ দিনব্যাপী ৭ চলচ্চিত্র, ১০ টেলিছবি ও ১৫ নতুন নাটক

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন:

ঈদের আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত চলবে অনুষ্ঠান। চলচ্চিত্র, নাটক ও টেলিছবির পাশাপাশি ঈদ আয়োজনে থাকছে কৃষকের ঈদ আনন্দ, বিশেষ সংগীতানুষ্ঠানসহ বিশেষ আয়োজন…

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। প্রায় সপ্তাহ খানেক পরেই ঈদুল ফিতর। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে প্রশংসিত ৭ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার, শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম ও ১৫ নাটক। প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে ঈদের ৭তম দিন পর্যন্ত।

৭ চলচ্চিত্রের টেলিভিশন প্রিমিয়ার:
চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন: ঈদের দিন থাকছে ‘আহত ফুলের গল্প’। তরুণ নির্মাতা অন্ত আজাদ নির্মিত এতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, ইকতারুল ইসলাম, শান্ত কুন্ড, শহিদুল ইসলাম তৌহিদুল আলম, গাজী রাকায়েত প্রমুখ।

ঈদের ২য় দিন: ঈদের দ্বিতীয় দিন দেখানো হবে আলোচিত ছবি ‘তুমি আছো তুমি নেই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত প্রমুখ।

ঈদের ৩য় দিন: ঈদের তৃতীয় দিন রয়েছে আলোচিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। এ ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক, ফারিয়া শামস সেওতি প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জল।

ঈদের ৪র্থ দিন: ঈদের ৪র্থ দিন দেখানো হবে আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমা ‘অলাত চক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘কাঠবিড়ালি’ ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। এ ছবিতে অভিনয় করেছেন অর্চিতা স্পশিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, হিন্দোল রায়, শাহরিয়ার ফেরদৌস সজীব, তানজিনা রহমান তাসনিম প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বাপ্পী-অপু বিশ্বাস জুটির ছবি ‘প্রিয় কমলা’ নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। প্রচার হবে ঈদের ৬ষষ্ঠ দিন।

ঈদের ৭ম দিন: ঈদের ৭ম দিন ‘শাটল ট্রেন’ দেখানো হবে। প্রদীপ ঘোষ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক, সাদিয়া আফরো শান্তা প্রমুখ।

তারকাবহুল ১০ টেলিছবি

ঈদের দিন: টেলিফিল্ম ‘তোমার টানে’। রচনা সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন নাজমুল রনি। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘অপহরণ’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দর। অভিনয়ে তাহসান খান, তাসনিয়া ফারিণ, তৌকীর আহমেদ প্রমুখ।


ঈদের ৩য় দিন:
 টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা সোহেল আরমান ও পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, সোহেল আরমান, ফখরুল বাশার প্রমুখ।

একইদিনে প্রচার হবে টেলিফিল্ম ‘ত্রাশ মহল’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন, সোহেল খান, হাসান মাসুদ, আরফান আহমেদ, রোজি সিদ্দিকী, মাসুম বাশার, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একইদিনে দেখানো হবে টেলিফিল্ম ‘এক কথার মানুষ’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৫ম দিন: হুমায়ূন আহমেদের রচনায় টেলিফিল্ম ‘দুই শালিকের সুখ’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান রানা। অভিনয়ে সামান্তা, সজল, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

এদিন প্রচার হবে আরেক টেলিফিল্ম ‘কাফফারা’। রচনা আসাদুজ্জামান সোহাগ, পরিচালনায় রুমান রুনি। অভিনয়ে সালাউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, মাহমুদুল ইসলাম মিঠু, শবনম পারভীন এবং আশা। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘কংকাল চোর’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

একইদিনে দেখানো হবে টেলিফিল্ম ‘চিরকাল’। প্রচার হবে দুপুর ৪টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

৮ দিনে নতুন ১৫ নাটক

ঈদের আগের রাত: ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাঁশিওয়ালা’। এতে অভিনয় করেছে সুমনা সোমা, নাদিয়া আহমেদ, রহমান জর্জ, শাহাদাত হোসেন প্রমুখ। সাথে থাকছে আফজাল হোসেন নির্মিত ফরিদুর রেজা সাগরের ৮ পর্বের ‘কক্সবাজারে কাকাতুয়া’র পুনঃপ্রচার। পুনঃপ্রচার শুরু হবে ঈদের দ্বিতীয় দিন থেকে। শেষ হবে ঈদের সপ্তম দিন। দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

ঈদের দিন: নাটক ‘শহরের শেষ বাড়ি’। মূলগল্প রাবেয়া খাতুন। চিত্রনাট্য মাসুম শারিয়ার ও পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘পাগলা রাজা বাসর ঘরে’। সাজ্জাদ স্বপনের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। আফরান নিশো, মেহজাবীন অভিনীত এটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ২য় দিন: কমেডি নাটক ‘বায়ুচড়া’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

নাটক ‘রক্তের ঋণ’ দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অপূর্ব, মেহজাবীন অভিনীত নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান ও পরিচালনায় মাহমুদুর রহমান হিমি।

ঈদের ৩য় দিন: নাটক ‘সীমার’ রচনায় জুয়েল এলিন ও পরিচালনা করেছেন আর এ আকাশ। অভিনয়ে মোশাররফ করিম, তাসনোভা তিশা, মুনিরা মিঠু প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘তাকে ভালোবাসা বলে’। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তানজিন তিশা, আরফান নিশো প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘আফ্রিকান বউ’ রচনা জিয়াউদ্দিন রাজু, পরিচালনায় এম আই জুয়েল। তানজিন তিশা, জোভান অভিনীত নাটকটি দেখানো হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘অকাজের কাজি’ রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। সাফা কবির, তৌসিফ অভিনীত নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন: নাটক ‘টালটি বালটি’ রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এ নাটকে অভিনয় করেছেন সানজানা রিয়া, মিশু সাব্বির প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘থ্রি স্টুজেস’। রচনা গোলাম সারোয়ার অনিক ও পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে মারজুক রাসেল, আইরিন, চাষী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: ‘চুম্বক’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয়ে কেয়া পায়েল, মুশফিক ফারহান প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

একইদিন রাত ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মিচকা শয়তান’। রচনা ও পরিচালনা করেছেন মিফতা আনান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

ঈদের ৭ম দিন: ‘এক দানে বড়লোক’ নাটকটি রচনা করেছেন রাসেল আযম ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ, সাফা কবির প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

ওদিন রাত ৯.৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মারচক্কর’। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, মুনিরা মিঠু প্রমুখ।

নাটক সিনেমার পাশাপাশি ঈদ আয়োজনে থাকছে কৃষকের ঈদ আনন্দ ও বিশেষ সংগীতানুষ্ঠান