চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৬৯ আরোহীসহ মিশরীয় বিমান নিখোঁজ

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিশরের রাজধানী কায়রো যাওয়ার পথে ৬৯ যাত্রী
নিয়ে মিশরের একটি বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। ইজিপ্টএয়ারের এমএস
৮০৪ ফ্লাইটটিতে ৫৯ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিল বলে বিমানসংস্থাটি এক
টুইটে জানিয়েছে।

মিশরীয় কর্মকর্তারা ধারণা করছেন, বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে এবং যাত্রীদের সবাই নিহত হয়েছেন। আর ফরাসি কর্তৃপক্ষ এর পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না। 

মধ্য ইউরোপীয় সময় ২৩টা ৯ মিনিটে (মিশরীয় সময় রাত ২টা ৪৫ মিনিট) বিমানটি নিখোঁজ হয়।

ইজিপ্টএয়ার জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পেলেই তা জানিয়ে দেয়া হবে।

বিমান সংস্থাটি আরো জানায়, ইজিপ্টএয়ার স্পেসে প্রবেশের ১৩০ কিলােমিটার (৮০ মাইল) দূরে থাকতেই বিমানটি নিখােঁজ হয়।

গত মার্চেই ইজিপ্টএয়ারে একটি বিমান ছিনতাই করেছিলেন এক বউ পাগল স্বামী। পরে সাইপ্রাসের লারসানা বিমানবন্দরে সেটি অবতরণ করে এবং তাকে গ্রেফতার করা হয়।