চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘৬০ নয়, চাই ১৬০’

অ্যাশেজের মূল যুদ্ধের আগে অনুশীলন ম্যাচে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড দল। অ্যাডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে হাফসেঞ্চুরি পান পাঁচজন ইংলিশ ব্যাটসম্যান। কিন্তু কেউই ষাটের ঘর অতিক্রম করতে পারেননি। ব্যাটিং লাইনআপ নিয়ে উদ্বিগ্ন কোচ টেভর বেলিস তাই ব্যাটসম্যানদের উদ্দেশ্য বলেছেন, ৬০ নয়, চাই ১৬০।

অনুশীলন ম্যাচে জয় পেলেও অ্যাশেজ জিততে অনেক দূর যেতে হবে ব্যাটসম্যানদের। বেলিস বলেন, ’৬০ রান যথেষ্ঠ নয়, আমাদের দরকার ১৬০।’

ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ইনিংসে তিন রানে চার উইকেট হারায় ইংল্যান্ড। আর তাদের শেষ ৭ উইকেট আউট হয় মাত্র ৪৭ রানে। এ কারণেই ব্যাটসম্যানদের সতর্কবার্তা শুনিয়েছেন কোচ, ‘মাঝে মাঝেই ব্যাটিং ধস আমাদের উদ্বেগের মধ্য ফেলছে। এই ম্যাচের মত আগেও আমরা উইকেট হারিয়েছি। ব্যাটসম্যানদের এটা অনুধাবন করতে হবে এবং এই সংকট থেকে বের হতে বেশি বেশি পরিশ্রম করতে হবে।’

২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের অ্যাশেজে দলের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা সবাই ফর্মে ফিরবেন বলেও আশা ইংলিশ কোচের।