চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৫২ বছরের মধ্যে সেরা বিশ্বকাপ প্রত্যাবর্তন

ম্যাচের শেষ মিনিটে গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন নাসের চাডলি। নকআউটপর্বে জাপানের বিরুদ্ধে বেলজিয়ামের এই জয় ৫২ বছরের মধ্যে শ্রেষ্ঠ বিশ্বকাপ প্রত্যাবর্তন।

দুই গোলে পিছিয়ে পড়েও জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটি দিনের অপর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে শেষ আটে ওঠে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২-০ গোলে পিছিয়ে থাকার পর ৬৯ মিনিটে প্রথম গোল পায় বেলজিয়াম। পাঁচ মিনিট পর গোল করে দলকে সমতায় ফেরান মারুয়ান ফেলাইনি। আর ইনজুরি টাইমে পাল্টা আক্রমণে জয়সূচক গোল করেন চাডলি।

এই জয় বেলজিয়াম শুধু কোয়ার্টার ফাইনালেই যায়নি, সেই সঙ্গে অর্ধশতকের বেশি সময় পর বিশ্বকাপের নকআউট পর্বের শ্রেষ্ঠ বিশ্বকাপ প্রত্যাবর্তনের গল্প লেখে তারা।

১৯৬৬ সালের পর কোনও দলই বিশ্বকাপে ২ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচ জিততে পারেনি। ৬৬’ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নর্থ কোরিয়ার বিরুদ্ধে এই অসাধ্য সাধন করেছিল ইউসেবিওর পর্তুগাল। দুই গোলে পিছিয়ে থাকার পর পর্তুগিজরা শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ৫-৩ গোলে।

১৯৭০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ২-০তে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল পশ্চিম জার্মানি। কিন্তু ‘থ্রি-লায়ন্স’দের বিশ্বকাপ থেকে বিদায় করতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছিল জার্মানদের।

শুধু ২-০ গোলের পিছিয়ে থেকে জয়ই না, এদিন আরও একটি রেকর্ড গড়েছে বেলজিয়াম। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার দুটি গোল এসেছে পরিবর্তিত খেলোয়াড়দের কাছ থেকে।

রেকর্ড হয়েছে আরও। বিশ্বকাপের ইতিহাসে হেডে সবচেয়ে বেশি দূর থেকে গোল করেছেন টটেনহ্যামের তারকা চাডলি। ১৮.৬ মিটার দূর থেকে গোল করেন তিনি।