চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৪ জুলাই থেকে শুরু হজ ফ্লাইট

আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রাক-হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে ফিরতি হজ ফ্লাইট। এ বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১শ ৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫শ ৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজ যাত্রীদের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: