চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে করা রিট খারিজ

দেশে করোনা সংক্রমনের ঝুঁকির প্রেক্ষাপটে ১৯ মার্চ অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পিএসসিকে এই পরীক্ষা নিতে বলা হয়েছে।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও নাহিদ সুলতানা যুথি। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। সে ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ (শুক্রবার) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ ​রয়েছে।