চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২৯ বছরেই চলে গেলেন সাবেক আয়াক্স ফুটবলার

লিগামেন্টের চোট কাটিয়ে এফসি টুয়েন্টির হয়ে মাঠে নামতে চেয়েছিলেন জোডি লুকোকি, পারলেন না। মাত্র ২৯ বছরেই মায়া কাটাতে হল পৃথিবীর। অকালমৃত্যুর কারণ জানা যায়নি সাবেক আয়াক্স ফুটবলারের।

২০১১ সালে ডাচ ক্লাব আয়াক্সের হয়ে আত্মপ্রকাশ লুকোকির। ৩৯ ম্যাচে মাঠে নেমেছেন। দলকে জিতিয়েছেন তিনটি ইরেডিভিস শিরোপা। মাঝে বেশ কয়েকবছর কাটিয়েছেন পিইসি জ্বল্লে ও লুডোগোরেটসের সাথে।

২০২০ সালে টুয়েন্টিতে ফেরার কথা থাকলেও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে চুক্তিতে যাওয়া হয়নি। শেষ পর্যন্ত টুয়েন্টিতে নাম লিখিয়েছিলেন কঙ্গোর এ ফুটবলার। চোটে পড়ায় অবশ্য খেলা হয়নি।

টুয়েন্টি টেকনিক্যাল ডিরেক্টর জ্যান স্ট্রুর বিবৃতিতে বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। এই বয়সে মৃত্যু খুবই দুঃখজনক। এটি সত্যিই ভয়ানক। আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি সহানুভূতি জানাই।’

পিইসি জ্বল্লে তাদের সাবেক উইঙ্গারকে শ্রদ্ধা জানিয়েছে, ‘সাবেক খেলোয়াড় লুকোকির মৃত্যুতে আমরা হতাশ ও বেদনাহত। লুকোকি চিরকাল অফিসিয়াল ইউরোপীয় খেলায় পিইসি জ্বল্লের প্রথম গোলদাতা হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন।’