চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২৫ মার্চ থেকে বন্ধ সুপার শপ, সুপার মার্কেট

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুপার শপ, সুপার মার্কেট ও সাধারণ মার্কেটগুলো আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে মুদি দোকান, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো খোলা থাকবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

তবে কোনো অবস্থাতেই যেন কোনো পণ্যের দাম না বাড়ানো হয়, সেজন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সংগঠনটির মহাসচিব জহিরুল হক ভূঁইয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ছে। এমতাবস্থায় দেশে করোনা সংক্রমণ ঠেকাতে দোকান মালিকেরা এই সিদ্ধান্ত নিয়েছে।