চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২৩ স্বর্ণ আর চােখের জলে ফেলপসের বিদায়

২৩তম স্বর্ণপদক জয় করে ক্যারিয়ারের শেষ অলিম্পিক থেকে বিদায় নিলেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। সাঁতারের পুল ছাড়া ঘােষণা দিয়ে অঝরে কেঁদেছেন সর্বকালের সেরা অলিম্পয়ান এই মার্কিন তারকা।

শেষ ইভেন্টে পুরুষদের ৪x১০০ মিটার রিলেতে টিমমেট রায়ান মার্ফি, কোডি মিলার এবং নাথান অ্যাড্রিয়ানকে সাথে নিয়ে স্বর্ণপদক জয় করেন ফেলপস।

২৭.৯৫ সেকেন্ডে ইভেন্ট শেষ করে দলীয়ভাবে নতুন রেকর্ডও গড়েন এই ৩১ বছর বয়সী তারকা। ২.৭১ সেকেন্ডের ব্যবধানে রৌপ্য জেতে ব্রিটেন এবং ব্রোঞ্জ জেতে অস্ট্রেলিয়া।

২০০০ সালে অভিষেকে পর এ পর্যন্ত ২৮টি স্বর্ণপদক জিতেছেন ফেলপস।

এর আগে ১০,০০০ মিটার ম্যারাথনে স্বর্ণপদক জয় করেন ব্রিটিশ দৌড়বিদ মো ফারাহ। প্রথম কোন ব্রিটিশ অ্যাথলেট হিসেবে ট্র্যাক এন্ড ফিল্ডে তিনটি স্বর্ণপদক জয়ের রেকর্ড করলেন ফারাহ।