চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২০২১ সালের মধ্যে লাভের কথা বলছে উবার

ব্যবসায় প্রচুর পরিমাণে বিনিয়োগ, রাইড শেয়ারিং ছাড় দেয়ায় ত্রিমাসিক হিসাবে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অন-ডিম্যান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার। উবারের শেয়ার ট্রেডিংয়ের এক ঘন্টা পরে ৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

সোমবার উবার টেকনোলজির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

উবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী রাইড হেইলিং ব্যবসার দ্বারা ২০২১ সালের শেষ নাগাদ ত্রৈমাসিক রাজস্ব লাভজনক পর্যায়ে পৌঁছাবে।

উবারের চিফ এক্সিকিউটিভ দারা খসরুশাহী উবারের এক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,  যে ২০২১ সালের পুরো বছরে ইবিআইটিডিএ লাভের সাথে সমন্বয় করবে।

সর্বশেষ ত্রিমাসিক প্রতিবেদন অনুযায়ী উবারের ব্যয় প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। মোট ব্যয়ের  পরিমান প্রায় ৪.৯২ বিলিয়ন।

অন্যদিকে গ্রস বুকিং, রাইড-হিলিং, গতিশীলতা, খাদ্য বিতরণ এবং মালবাহী সেবা প্রদান ২৯ শতাংশ বেড়েছে। যার ফলে আগের চেয়ে আয় বেড়েছে প্রায় ১৬.৪৭ বিলিয়ন।

সবকিছু মিলিয়ে গত তিন মাসে প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমান প্রায় ১.১৬ বিলিয়ন। প্রতি শেয়ার প্রায় ৬৮ সেন্ট করে হ্রাস পেয়েছে।

বিশ্বের প্রায় ৭০০ শহরে রাইড শেয়ারের সেবা দিচ্ছে উবার। গত বছর থেকে উবার তার ব্যবসার বৈচিত্র্য নিয়ে কাজ করছে। এরফলে গ্রাহক সংখ্যা ৮২ মিলিয়ন থেকে বেড়ে ১০৩ মিলিয়নে দাঁড়িয়েছে।