চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ লক্ষ্মীপুর যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দীর্ঘ ১৮ বছর পর আজ লক্ষ্মীপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সর্বস্তরের মানুষ।তার আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে সাজানো হয়েছে পুরো জেলা শহর। মাইকিং করে প্রচার করা হচ্ছে শহরের মহল্লা থেকে পল্লী অঞ্চলের আনাচে কানাচে। নতুন রং-এ সাজে সাজানো হয়েছে দৃশ্যমান বিভিন্ন ভবন রাস্তা-ঘাট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়ামে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত  জনসভায় প্রধাণ অতিথির ভাষণ দেবেন। জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনগুলো প্রধানমন্ত্রীর এ জনসভাকে সফল করার জন্য প্রস্তুত।

এ দিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে যাওয়া নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জেলা পুলিশও তৎপর রয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপুরের বিভিন্ন  উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া জেলাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হবে তার কাছে।