চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

১০ সপ্তাহ মাঠের বাইরে ডেম্বেলে

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২৬ মিনিটের সময়ই মাঠ ছাড়তে হয় উসমান ডেম্বেলেকে। সেই চোটে অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফরাসি ফরোয়ার্ডকে। ডেম্বেলের ইনজুরি আপডেটে জানানোর সময় এমনটাই নিশ্চিত করেছে বার্সেলোনা।

মৌসুমের শুরুতে এই হ্যামস্ট্রিং ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ডেম্বেলে। ফেরার পর চলতি মৌসুমে মাত্র আট ম্যাচ খেলে আবার সেই পুরনো চোটে পড়লেন তিনি। বার্সায় যোগ দেয়ার পর এই নিয়ে অষ্টমবার চোটে পড়লেন ডেম্বেলে। আড়াই মৌসুমে ইনজুরির কারণেই ৪০টি ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপজয়ী তারকা।

প্রথমবার চোটে আক্রান্ত হওয়ার পর যিনি চিকিৎসা করেছিলেন সেই চিকিৎসক ডাক্তার সাকারাই-ই ডেম্বেলের দেখভাল করছেন। তবে এই দফায় ডেম্বেলের অস্ত্রোপচার লাগবে কিনা সেটা এখনো নিশ্চিত নয় বার্সা।

ডেম্বেলের চোটটা বার্সার জন্য খারাপ সময়ে এলো। রোববারই লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কঠিন ম্যাচ তাদের। তারপর ১৮ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের সঙ্গে ‘এল ক্ল্যাসিকো’।