চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনা প্রধানসহ নিহত ৮

তাইওয়ানের সেনা প্রধানকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে সেনা প্রধান জেনারেল শেন ই-মিংসহ আরো ৮ সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনা অফিসের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনায় আক্রান্ত ওই হেলিকপ্টারে সেনা প্রধান ছাড়াও আরো ১২ জন শীর্ষ কর্মকর্তা ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে দেশটির রাজধানী তাইপের নিকটবর্তী পাহাড়ি এলাকায় জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে হেলিকপ্টারটি। বাকীদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

ওই দুর্ঘটনায় কবলে পড়া হেলিকপ্টারকে উদ্ধার করতে তাইওয়ানের বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার ও ৮০ জন সদস্য ঘটনাস্থালে পৌঁছেছে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি জরুরি অবতরণ করার পর থেকেই স্থানীয় সময় ৮ টা ২২ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটিতে মোট ১৩ জন আরোহী ছিল।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি রুটিনমাফিক মিশনের অংশ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টি থেকে উড্ডয়ন করে। লুনার নিউ ইয়ার উপলক্ষে ওই অঞ্চলে সেনা সদস্যদের দেখতে যাচ্ছিলেন সেনা প্রধানসহ দলটি।

এদিকে ওই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচারণা বাতিল করেছে।