চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইরাকে মার্কিন দূতাবাসের সামনে চলা বিক্ষোভ প্রত্যাহার

ইরাকে মার্কিন দূতাবাসের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, হামলা আর নানা নাটকীয়তার পর দূতাবাস এলাকা ছেড়ে দিয়েছে বিক্ষুব্ধ শিয়া মিলিশিয়া নেতৃত্বাধীন পপুলার মোবিলাইজেশনের সমর্থকরা।

দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঠিকাদার নিহত হন। দুদিন পর ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া বাহিনীর ওপর মার্কিন বিমান হামলায় কমপক্ষে ২৫ সেনা নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।

এ ঘটনার জেরেই মঙ্গলবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ শিয়া মিলিশিয়া সমর্থকরা। বুধবারও দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে তারা।

পরে নিরাপত্তা কর্মীরা টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় তাদেরকে সহায়তা করে মার্কিন সেনারা। ইরাকে মার্কিন দূতাবাসে এ হামলার কারণে ইউক্রেন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।