চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাসিনা সরকারের দৃঢ়তায় বিচার সম্ভব হয়েছে: জয়

শেখ হাসিনা ও তার সরকারের দৃঢ়তায় যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার ভোরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

আন্তর্জাতিক মহলে জামায়াত-বিএনপির তদবির সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তিনি তার প্রসংশা করেন।

ফেসবুক স্ট্যাটাসে জয় বলেন, ‘আজ আমাদের আওয়ামী লীগ সরকার আরও একজন দুর্ধর্ষ যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করল। ১৯৭১ সালের ২৫শে জুলাই সোহাগপুর গ্রামে ১২০জন মানুষকে গণহত্যা ও ধর্ষণের দায়ে মাননীয় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন ।’

‘সেই ভয়াবহ গণহত্যার পর সোহাগপুরের পরিচয় হয়ে উঠে ‘বিধবা পল্লী’ নামে। সে গ্রামেরই ৩ জন বিধবা তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। রায় পুনর্বিবেচনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করলে মাননীয় আদালত কামারুজ্জামানের যুদ্ধাপরাধকে নাৎসি বাহিনীর চেয়েও ভয়াবহ বলে রায়ে উল্লেখ করেন ।’

‘আজ ৪৪ বছর পরে সোহাগপুরে বিধবারা ন্যায্য বিচার পেলেন।’