চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হাসপাতাল ঘুরে এলেন ম্যারাডোনা

পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে ভর্তির পর ছেড়েও দেয়া হয়েছে এই ফুটবল কিংবদন্তিকে।

ম্যারাডোনার আইনজীবী নিশ্চিত করেছেন, এন্ডোসকপিসহ কয়েকধরণের পরীক্ষা করা হয়েছে ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের দেহে। তার কন্যা ডালমা গোলডটকমকে জানিয়েছেন বাবার সুস্থ হতে থাকার খবর।

হাসপাতাল কর্তৃপক্ষ ম্যারাডোনাকে কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও রাজী হননি তিনি। রোববার বছরের প্রথমবারের মতো মাঠে নামবে মেক্সিকান দ্বিতীয় বিভাগের দল দোরাদেস ডে সেনালোয়া। গত মৌসুম থেকে এই দলটিকে কোচিং করাচ্ছেন ম্যারাডোনা। বছরের প্রথম ম্যাচে, তাই ডাগআউটের বাইরে থাকতে চাননি তিনি।

ম্যারাডোনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর অবশ্য নতুন কিছু নয়। দশ বছর আগে মাত্রাতিরিক্ত কোকেন সেবনের ফলে প্রায় মরতে বসেছিলেন। তারপর থেকে অনেকবারই হাসপাতাল ঘুরে আসতে হয়েছে। এবার যদিও অল্প কয়েকটি পরীক্ষা দিয়েই পার পেয়ে গেছেন।