চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিএনপির সদস্য সংগ্রহ সভায় আওয়ামী লীগের হামলার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ সভায় হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের এলোপাথাড়ি মারপিটে ৫ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছে বিএনপি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি’র নেতা সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের ব্যক্তিগত প্রাইভেটকার সহ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এমপি কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জন সশস্ত্র হামলাকারী এসে তাদের ওপর হামলা চালায়। তারা বিএনপি নেতাকর্মীদের এলোপাথাড়ি মারধর করে। এ সময় এনটিভি’র ক্যামেরাপার্সন শারফুজ্জামানকেও মারধর করে এবং ক্যামেরার ট্রাইপড ভেঙে ফেলে।

ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।