চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে এখনও ধ্বংসাবশেষের মধ্যে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

বৈরি আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। নিম্নচাপের কারণে ভারি বৃষ্টির জন্য ভূমিধস ও আকস্মিক বন্যায়, পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি।

আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জরুরি ওষুধ ও খাবার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, চিলি ও মেক্সিকো।

শনিবার সকালে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে গির্জা, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় সাড়ে ১৩ হাজারের মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে প্রায় ৩০ হাজার মানুষ।