চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাইকোর্টের বেঞ্চ অফিসার চাকরি থেকে বরখাস্ত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মুর্শেদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র মােহাম্মদ সাইফুর রহমানের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মো: মুর্শেদুল হাসানের বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলায় আনীত অভিযােগ প্রমাণিত হওয়ায় তাকে আজ চাকরি হতে বরখাস্ত করা হয়।’

এর আগে গত ১১ আগস্ট দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘‘বেঞ্চ অফিসারের আড়ালে তিনি ‘মাদক-মোঘল‍’, এবার নারীসহ গ্রেপ্তার’’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

সেই প্রতিবেদনে বলা হয়, ‘‘হাইকোর্টের বেঞ্চ অফিসারের আড়ালে মাদক কারবার করে আসছিলেন মোরশেদুল। নিজের কেনা ফ্ল্যাটে বসেই তিনি বিক্রি করতেন ইয়াবা। যে ফ্ল্যাটে আনাগোনা ছিল বেশ কিছু নারীর। মাদক বিক্রি ও নারীদের আনাগোনার কারণে অন্য ৩৪টি ফ্ল্যাটের মালিকরা ছিলেন অস্বস্তিতে। প্রতিকার চেয়ে থানায় জিডিও করেছেন তারা। সর্বশেষ গত ৬ আগস্ট এক নারীসহ মোরশেদুলকে রাজধানীর মিরপুরের পীরেরবাগের ঝিলপারের তার নিজস্ব ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। এসময় তার দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করে পুলিশ।’’

কালের কণ্ঠের প্রতিবেদনে আরও বলা হয়, ‘মোরশেদুল আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। সেবার মাত্র এক দিন কারাগারে থেকে জামিনে মুক্তি পান তিনি।’