চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাইকোর্টমুখি রুহুল আমিন হাওলাদার

পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও মনোনয়নের বৈধতা পাননি।

শুক্রবার ইসির অস্থায়ী এজলাসে আপিলের শুনানি শেষে তার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করে ইসি।

নির্বাচন কমিশন এজলাস থেকে বের হয়ে রুহুল আমিন হাওলাদারের আইনজীবী আবদুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

এদিকে, হাওলাদের স্ত্রী নাসরিন জাহান রতনার বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করেছেন নির্বাচন কমিশন। ফলে রতনার প্রার্থিতা বৈধ বল গণ্য হলো।

এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি হওয়ায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়।নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও মনোনয়নের বৈধতা পাননি তিনি।