চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হজ ফ্লাইট শুরু

বাংলাদেশ থেকে বৃহস্পতিবার সকালে ছেড়ে গেছে এ বছরের হজের প্রথম ফ্লাইট।  তবে সৌদী আরব অংশের ইমিগ্রেশন ঢাকায় হওয়ার কথা থাকলেও প্রথম ফ্লাইটে তা সম্ভব হয়নি।

এ কারণে কিছুটা ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা।  বিমান এবং ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, অন্য বছরের মতো হজ নিয়ে এ বছর কোনো জটিলতার সম্ভবনা নেই।

এ বছর বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ছিল বৃহস্পতিবার সকালে।  সৌদী আরব অংশের ইমিগ্রেশন ঢাকায় হওয়ার জন্য যাত্রার ৮ ঘণ্টা আগেই বিমানবন্দরে আনা হয়েছিল হজযাত্রীদের।  কিন্তু সৌদী আরবে সার্ভার সমস্যার কারণে শেষ পর্যন্ত ঢাকায় ইমিগ্রেশন করানো সম্ভব হয়নি।  এহরামের কাপড় পড়ে দীর্ঘ সময় এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে ঢাকাতেই ক্লান্ত হয়ে পড়েন হাজিরা।

প্রথম ফ্লাইটের কয়েকজন হজযাত্রীকে নিয়ে এয়ারপোর্টের লবিতেই মোনাজাতের মধ্য দিয়ে এবছরের ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও ধর্ম প্রতিমন্ত্রী। পরে আনুষ্ঠানিক ব্রিফিংএ এবছরের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন তারা।

সরকারি-বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ ৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।