চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্যামসাং নিয়ে আসছে ভাঁজ করা স্মার্ট ফোন

এবার ভাঁজ করা যাবে এমন হ্যান্ডসেট এনে নতুন চমক দিতে চাইছে স্যামসাং।

‘প্রজেক্ট ভ্যালি’ নাম দিয়ে ভাঁজ করার উপযোগী প্লাস্টিকের ডিসপ্লে নির্ভর স্মার্টফোন তৈরিতে কাজ করছে স্যামসাং। সফল হলে এটিই হবে ভাঁজ করা প্রথম স্মার্টফোন।

দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির নতুন প্রজেক্টে দুটি কনফিগারেশনের ফোন তৈরি করা হবে, যার একটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৬২০ ও অন্যটিতে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট।

ডিভাইস দুটিতে ৩জিবি র‌্যাম, নন-রিমুভ্যাবল ব্যাটারি ও মাইক্রো এসডি কার্ড সুবিধা থাকবে।

গ্যালাক্সি এস৬, এস৬ এজ, এস৬ এজ প্লাস ও নোট ৫ এর মতো নতুন ডিভাইস দুটিতে এক্সিনোস চিপসেট ব্যবহার করা হতে পারে।

২০১৬ সালের মার্চে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বা তারও দুয়েক সপ্তাহ আগে বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করে ডিভাইসটি উন্মুক্ত করা হতে পারে।