চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বর্ণের দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে দাম বেড়েছে রূপা ও প্লাটিনামেরও। ডলারের বিনিময় হার কমে আসার কারণে স্বর্ণের দাম বেড়েছে।

দরবৃদ্ধিতে শেষ হলেও সপ্তাহজুড়ে পতনের মুখে ছিলো মূল্যবান এসব ধাতুর বাজার। ফলে সপ্তাহান্তে স্বর্ণের মোট দরপতনের হার দাঁড়িয়েছে ১ শতাংশে।

নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম বেড়েছে আউন্সে ১৫ ডলার ৪০ সেন্ট।

স্বর্ণের দরবৃদ্ধির ধারাবাহিকতায় এ দিন একই সঙ্গে দাম বেড়েছে মূল্যবান অন্যান্য ধাতুর।

মার্চে সরবরাহ চুক্তিতে শুক্রবার কোমেক্সে রুপার দাম বেড়েছে আউন্সে ৩৯.৩ সেন্ট। আগের দিনের চেয়ে ২.৯ শতাংশ বেড়ে এ দিন ধাতুটি বিক্রি হয় সর্বশেষ প্রতি আউন্স ১৪ ডলার ১০ সেন্টে।

গত সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১.৫ শতাংশ।