চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্পেসএক্স রকেট উৎক্ষেপণের সময় কেন পুড়ল ক্যামেরা?

মহাকাশযান প্রস্তুতকারক ও গবেষণাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স এর একটি রকেট উৎক্ষেপণ করা হয় গত ২২ মে। ওই সময় উচ্চ প্রযুক্তির একটি ক্যামেরা গলে গিয়ে অকার্যকর হয়ে যায়।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশসংস্থা নাসা সেসময় কিছু জানায়নি। এবার সেটির ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ম্যাশেবলের খবরে জানানো হয়, ‘ফ্যালকন ৯’ নামের রকেটটি উৎক্ষেপণের সময় ছবি তোলার দায়িত্বে ছিলেন স্পেসএক্স ও অ্যারোনটিক সংস্থার আলোকচিত্রী বিল ইনগালস।

কেন তার এই ক্যামেরা রকেট উৎক্ষেপণের সময় গলে গেল? এ প্রশ্নের জবাবে নাসাকে ইনগালস জানান, ওই দিন তার কাছে ছয়টি রিমোট ছিল। এরমধ্যে দুটি লঞ্চ প্যাডের নিরাপত্তা সীমানার বাইরে ও চারটি ভেতরে।

দুর্ভাগ্যবশত উৎক্ষেপণ শুরু হলে ঘাসের আগুনে সীমানার বাইরের একটি ক্যামেরা ঝলসে যায়। রকেট চালু করা হলে বিস্ফোরণে একটি আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত লঞ্চ জোনের নিরাপত্তা সীমানার বাইরে ছড়িয়ে পড়ে। এতে ক্যামেরাটিতে আগুন ধরে যায়।

ইনগালস তার ক্যামেরার অবশিষ্ট পুনরুদ্ধার করলে অবিশ্বাস্যভাবে মেমোরিকার্ডটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। আর সেই মেমোরিকার্ড থেকেই দেখা গেল, কী ঘটনা ঘটেছিল তখন।