চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘স্পাইডারম্যান’কে টেক্কা দিচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্প’!

দিন যত বাড়ছে ততই বেড়ে চলছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্প’র বক্স অফিস আয়। ইতোমধ্যেই মুক্তির ৫ম দিন পার করছে ছবিটি। কিন্তু তারপরে ছবিটির আয় কমার কোন আশংকা দেখছে না ট্রেড অ্যানালিস্টরা। 

ভারতে একই সময়ে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্প’ এবং হলিউড সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। কিন্তু বহুল জনপ্রিয় এই হলিউড সিনেমাকেও এবার টেক্কা দিচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্প’!

জানা গেছে, মুক্তির পাঁচ দিনে শুধু মাত্র হিন্দিতেই এর আয় দাঁড়িয়েছে ২০ কোটি রুপি। তবে এটিকে কোন ভাবেই ছোট করে দেখার সুযোগ নেই! কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর বিপরীতে ‘পুষ্প’ উত্তর ভারতের রাজ্যগুলোতে সেভাবে স্ক্রিনিংয়ের সুযোগ পায়নি।

এদিকে করোনাকালে ঝিমিয়ে পড়া হলগুলোতে প্রাণ ফিরিয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ছবির টিকেট কেনা নিয়ে ছিল ভক্তদের উত্তেজনা। অগ্রিম টিকেট কেনার চাপে ওয়েবসাইটই বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বজুড়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাচ্ছে এই ছবি।

ভারতেও বেশ ভালো ব্যবসা করছে ‘স্পাইডারম্যান’ এর এই নতুন ছবিটি। ৫ দিনে এই ছবিটি ভারতে আয় করেছে ১৩০ কোটি রুপির মতো। অন্যদিকে ‘পুষ্প’র আয় ছাড়িয়েছে পৌনে ২’শ কোটি। ধারণা করা হচ্ছে দিন বাড়ার সাথে সাথে ‘পুষ্প’র আয় আরও বাড়বে।

ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পুষ্প’ ছবিটির বাজেট ১৮০ কোটি রুপি। ইতোমধ্যে যার বাজেট প্রায় উঠেই এসেছে। এছাড়াও মুক্তির আগেই ছবিটি বিশ্বব্যাপী প্রি-রিলিজ বাবদ ব্যবসা করেছে ১৫০ কোটি রুপি! ফলে লাভে লাভবান ছবির নির্মাতা সুকুমার ও প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শংকর।

ছবিটির মূল প্রেক্ষাপট মূল্যবান কাঠ পাচারকারী একটি বিশাল দলকে ঘিরে। যাদের বিরুদ্ধে লড়ছেন বনের এক আদিবাসী কাঠমিস্ত্রি ও লরি ড্রাইভার পুষ্প রাজ। আর সেই পুষ্প রাজের ভূমিকাতেই অভিনয় করেছেন আল্লু অর্জুন।

অপরদিকে আল্লু অর্জুনের বিপরীতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করবেন রাশমিকা মান্দানা। এছাড়াও ছবিটিতে খলনায়কের ভূমিকায় দেখা গেছে মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিলকে। পাশাপাশি প্রথম বারের মতো আইটেম গান ‘ও অন্তভ’-তে কোমর দুলিয়েছেন দক্ষিণ ভারতীয় ডিভা সামান্থা রুথ প্রভু।