চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন শ্রীলঙ্কান দুই ক্রিকেটার

এবার স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দুই শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী দেজিয়েরি জয়াসেকেরা বলেন, লঙ্কান জাতীয় দলের দুজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরে হওয়া গল টেস্টের আগে ম্যাচটি হেরে যাওয়ার জন্য সতীর্থদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।

এরপরই ক্রিকেটাররা বিষয়টি লঙ্কান ক্রিকেট পরিচালনা পর্ষদকে অবহিত করেন। অবশ্য ওই ম্যাচে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাই জয় পেয়েছিলো।

মন্ত্রী জানান, প্রথমে ফিক্সিংয়ের প্রস্তাবটি পেয়েছিলেন দলের উইকেট কিপার কুশল পেরেরা। কিন্তু কুশল তা প্রত্যাখ্যান করেন। এরপর ওই ফিক্সার যান ক্রিকেটার রঙ্গনা হেরাথের কাছে যান। সেখানেও প্রত্যাখ্যাত হন তিনি।

পরে হেরাথ বিষয়টি লঙ্কান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লেনারি কমিটিকে জানান।

বর্তমানে ওই ফিক্সিংয়ের ব্যাপারে তদন্ত করছে দেশটির পুলিশ। একই সঙ্গে তা আইসিসিকেও জানিয়ে রাখা হয়েছে বলে জানান জয়াসেকেরা।