চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্কটল্যান্ডে শিষ বাজানো অপরাধ

শিষ কিংবা শিটি দিলে অথবা কারও বয়স, লৈঙ্গিক পরিচয় নিয়ে হাসিঠাট্টা করাকে ‘হেট ক্রাইম’ বা ঘৃণা তাড়িত অপরাধ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিচ্ছে স্কটল্যান্ড পুলিশ।

একুশ শতকের সঙ্গে বেমানান প্রথা, আচরণ যা অন্যকে আঘাত করে সেগুলো বাতিলের জন্য বিবেচনা করতে একজন জেষ্ঠ্য বিচারককে দায়িত্ব দিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টির সদস্যরা।
স্কটিশ সরকারের এমন উদ্যোগকে নারী অধিকার সংস্থাগুলো স্বাগত জানিয়েছে।

তবে স্কটল্যান্ডের আগেই অন্যকে ব্যঙ্গ করতে শিটি-শিষ বাজানোর প্রবণতাকে হেট ক্রাইম হিসেবে দেখা শুরু করেছে ইংল্যান্ড। দেশটির নটিংহ্যামশায়ারে ইতোমধ্যে হেট ক্রাইম প্রতিরোধে বিশেষ পুলিশি ব্যবস্থাও চালু করা হয়েছে।

কারণ ইংল্যান্ডে সরকারের এক জরিপ অনুযায়ী, ১৮-২৪ নছর বয়সী নারীদের ৮৫ শতাংশই অসৌজন্যমূলক যৌন ইঙ্গিত পান। ৪৫ শতাংশ নারীকে অপ্রত্যাশিত যৌনস্পর্শের হয়রানি করা হয়।