চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নতুন বছরের সূর্য উৎসব এবার ঠাকুরগাঁয়ে

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল এসোসিয়েশনের আয়োজনে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হতে যাচ্ছে সূর্য উৎসব। এবারের উৎসব নিয়ে কথা বলতে সম্প্রতি চ্যানেল আই ভবনে এসেছিলেন বাংলাদেশ আস্ট্রোনমিকাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং সূর্য উৎসবের আয়োজক শেখ সাহেদ।

মশহুরুল আমিন জানালেন, ২০০০ সালে নতুন শতাব্দীর প্রথম সূর্যোদয় দেখার তাগিদ থেকে তাঁরা প্রথম ছুটে গিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপের কাছে ছেড়া দ্বীপে। তারপর থেকে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন দেশের কোন অঞ্চল থেকে বছরের প্রথম সূর্যোদয় সবার আগে দেখা যাবে তা হিসাব করে সে সব অপ্রচলিত স্থানে ছুটে গেছেন তাঁরা। এ বছর ঠাকুরগাঁও এর বালিয়াডাঙাতে যাচ্ছে সূর্য উৎসবের আয়োজক দল।

সূর্য উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী শেখ সাহেদ জানালেন, সূর্য উৎসব আয়োজন করতে প্রতি বছর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় তাঁদের। ২০০৯ এ বঙ্গোপসাগরের এক চরে রীতিমত হারিয়েই গিয়েছিলেন তাঁরা। তবে মহাকাশ সম্পর্কে নিজের আরও জানার আগ্রহ আর প্রতিবছরের নতুন নতুন অ্যাডভেঞ্চারের তাগিদে এই উৎসবের সাথে সম্পৃক্ত থাকাটা তাঁর জন্য বেশ আনন্দের।

মশহুরুল আমিনও বললেন নানা প্রতিকূলতার কথা। জানালেন কেউ যদি আরাম করতে যেতে চায় তবে তাঁদের সঙ্গে না যাওয়াই ভালো। ২০০৩ সালে বান্দরবনে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে গন্তব্যে পৌঁছেছেন তাঁরা, কখনও কখনও থাকা-খাওয়ার সুব্যবস্থাও নিশ্চিত করা যায় না দুর্গম অঞ্চলগুলোতে।

৩০, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি তিন দিনব্যাপী এবারের উৎসবে স্থানীয় বাচ্চাদের সহ সকলকে নিয়ে থাকবে নানা আয়োজন। তাঁদের সঙ্গে সম্পৃক্ত হবেন দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইবরাহীম সহ আরও অনেকে।

সূর্য উৎসব আয়োজনের সাথে সার্বিক সহায়তায় থাকবে চ্যানেল আই ও দৈনিক প্রথম আলো।