চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ গঠন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার আপিল বিভাগের দুটি বেঞ্চ গঠন করেন।

আগামী রোববার থেকে আপিল বিভাগের দুইটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে বসবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।

আর আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন অপর বেঞ্চে বসবেন বিচারপতি মির্জা হুসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।

এদিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. নুরুজ্জামানকে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে বিচারপতি রয়েছেন বর্তমানে ৭ জন। সর্বশেষ এই ৭ জন বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চেই বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তবে এখন আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করায় এই দুটি বেঞ্চের মধ্যে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে বসবেন ৪ জন বিচারপতি। আর বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের অপর বেঞ্চে বসবেন ৩ জন বিচারপতি।