চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুপার কাপ শিরোপা রিয়ালের

অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। 

রোববার রাতে সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হওয়া ফাইনাল ম্যাচে লুকা মড্রিচ এবং করিম বেনজেমার লক্ষ্যভেদে ২-০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোস।

৩৮ মিনিটের মাথায় রদ্রিগো দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে মড্রিচের কাছে পাস দেন। ডান পায়ের বুলেট গতির শটে মড্রিচ বল জালে জড়িয়ে দিলে লিড পায় রিয়াল।

বিরতির পর করিম বেনজেমার নেয়া শট ডি বক্সের ভেতর ইয়েরে আলভারেজের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৫২ মিনিটে স্পট কিকে ফরাসি স্ট্রাইকার বেনজেমা নিজেই গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।

নির্ধারিত সময়ের শেষ দিকে রাউল গার্সিয়ার হেড ডি বক্সের ভেতর এডের মিলিতাওয়ের হাতে লাগার পর রেফারি বিলবাওয়ের পেনাল্টির সংকেত দেন। ভিএআরের শরণাপন্ন হওয়ার পর মিলিতাওকে লাল কার্ড দেখানো হলে রিয়াল দশ জনের দলে পরিণত হয়।

তবে গার্সিয়ার নেয়া স্পট কিক দারুণ দক্ষতায় থিবো কর্তোয়া প্রতিহত করলে বিলবাও গোলের ভালো সুযোগ হাতছাড়া করলে একজনের কম দল নিয়েও শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল।