চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাম্প্রদায়িক অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তিকে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে আগারগাঁওয়ে ন্যাশনাল এন্টি টিউবারকুলোসিস এসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব) এর বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনার মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটাবের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

উল্লেখ্য, শুক্রবার আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে দেশের ইতিহাসের প্রথম আত্মঘাতী বোমা হামলা হয়। হামলায় বোমাবহনকারী নিহত হন এবং দুই র‌্যাব সদস্যও আহত হয়।

শনিবার সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় আবার র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে হামলা চেষ্টা হয়েছে।

শুক্রবার আশকোনায় আত্মঘাতি হামলার পর দেশের সব থানা, কারাগার, বিমান বন্দরসহ সব ধরনের বন্দরে সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছিল।

সেই সর্বোচ্চ সতর্কতার মধ্যেই শনিবার আবার হামলার ঘটনা ঘটলো। এর প্রেক্ষিতে ওবায়দুল কাদের সাম্প্রদায়িক অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য এ আহ্বান জানান।