চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাফে কঠিন গ্রুপে বাংলাদেশের তরুণরা

সাফ অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব- ১৫ চ্যাম্পিয়নশিপের ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে সোমবার। ড্রয়ে অনূর্ধ্ব-১৫’র কিশোররা সহজ গ্রুপে পড়লেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে লাল-সবুজের তরুণরা। শক্তিশালী ভারত এবং স্বাগতিক ভুটানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় একই সঙ্গে দুই টুর্নামেন্টের ড্র। অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৫ উভয় দলই পড়েছে গ্রুপ ‘এ’তে। বাংলাদেশি কিশোররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভুটান এবং তুলনামূলক সহজ দল শ্রীলঙ্কাকে।

নেপালে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা ১৮ অগাস্ট শুরু হয়ে শেষ ২৭ অগাস্ট, আর ভুটানে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ সেপ্টেম্বরে শেষ হবে।

তবে বয়সভিত্তিক এই আসর দুটির কোনটাতেই অংশ নিচ্ছে না পাকিস্তান। পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর আদালতের নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে অংশ নিতে পারছে না দেশটি। এ তথ্য জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।