চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাপের ভয় দেখিয়ে চোর পাকড়াও

ইন্দোনেশিয়ায় সন্দেহভাজন এক চোরকে সাপের ভয় দেখিয়ে আটক করার পর এ জন্য ক্ষমা চেয়েছে দেশটির পুলিশ বিভাগ।

একটি চুরি ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পরে অভিনব পদ্ধতিতে চোর ধরার এ বিষয়টি।

দেশটির পূর্ব অঞ্চলে পাপুয়াতে এক পুলিশ অফিসার যখন ফুটেজ দেখছিল, হঠাৎ দেখতে পায় হাতকড়া পরিয়ে এক আসামিকে ধরা হচ্ছে, এবং তাকে মূলত সাপ দেখিয়ে ভয় পাইয়ে এ অভিযান পরিচালনা করেন পুলিশ।

বলা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি মোবাইল ফোনটি চুরি করে থাকতে পারে।

স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছে, ‘এই পদ্ধতি অবলম্বন করে চোর ধরার বিষয়টি খুবই অস্বাভাবিক, তবে সাপটি বিষমুক্ত ছিল।’

পুলিশ অফিসার টনি আনন্দ সোয়াডায় এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  তবে তারা ওই সময় সন্দেহভাজন ব্যক্তিকে ধরতেই এ পদ্ধতি অবলম্বন করেছেন।

মানবাধিকার আইনজীবী ভেরোনিকা কোমন ঘটনাটির ফুটেজ দেখে দাবি করেছেন, সম্প্রতি ঘটে যাওয়া এক ব্যবহার করে যে অভিযান পরিচালনা করেছে তা স্বাধীনতা হননের শামিল।