চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাঁওতালদের বাড়িতে আগুন দিয়েছে পুলিশ-ডিবি সদস্য: বিচারিক তদন্ত প্রতিবেদন

গাইবান্ধায় সাঁওতালদের বাড়িতে অগ্নিসংযোগে ২ পুলিশ ও ১ ডিবি সদস্যের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত প্রতিবেদন।

মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চে তদন্ত প্রতিবেদন জমা দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মামলায় পরবর্তী আদেশ ৭ ফেব্রুয়ারি।

এর আগে সাঁওতালদের উচ্ছেদ ও সহিংসতার ঘটনায় গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহর নেতৃত্বে তদন্তে নামে বিচারিক তদন্ত দল। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের পিবিআই দল সাঁওতাল পল্লীতে ক্ষতিগ্রস্থদের সাক্ষ্য নেয়।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। উভয় পক্ষে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।

ঘটনার পর সাঁওতালদের কয়েকশ ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। সাঁওতালদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট।