চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সমুদ্রে নিখোঁজ তুরস্কের পর্যটক দুইদিন পর জীবিত উদ্ধার

হেলেনিক গ্রিসের সমুদ্রে হারিয়ে যাওয়া তুরস্কের পর্যটক কুশিলা স্টাইনকে প্রায় দুইদিন পর নিউজল্যান্ডের উত্তরে ইজিয়ান সাগরের একটি ডিঙ্গি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

উদ্ধারের পর কুশিলার মা ওয়েন্ডি স্টাইন সাংবাদিকদের বলেছেন, তার মেয়ের সমুদ্রে বেঁচে থাকার প্রশিক্ষণ ছিল। সেটাই সম্ভবত কুশিলার জীবন বাঁচাতে সাহায্য করেছে।

৪৫ বছরের কুশিলাকে উদ্ধারের আগ পর্যন্ত তিনি সেদ্ধ মিষ্টি খেয়ে প্রাণ বাচিঁয়েছেন। আর শীত থেকে বাঁচতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে নিজেকে উষ্ণ রেখেছেন তিনি।

সাগরে উদ্ধার অভিযানে অভিজ্ঞ নাবিক এমএস স্টেইন জানিয়েছেন, কুশিলা তার মাথায় একটি লাল ব্যাগ পরেছিলেন। আর উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের একটি আয়নাও ব্যবহার করেন।

নিখোঁজের প্রায় দুই দিন পর অনেক অনুসন্ধান করে হেলেনিক গ্রিসের কোস্ট গার্ড কুশিলাকে তাদের বৃহত্তম দ্বীপ ক্রেটির ১০১ কিলোমিটার দূর থেকে উদ্ধার করে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ডিঙ্গি নৌকা যাওয়ার সময় তীব্র বাতাসে কুশিলাকে তুরস্ক থেকে গ্রিসের সমুদ্রের দিকে ঠেলে নিয়ে যায়।