চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে চুক্তি হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ভাবে গঙ্গা চুক্তি হয়েছে, সে ভাবেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ  কৃষক লীগের আলোচনায় ওবায়দুল কাদের বলেন, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে ভারতের সঙ্গে নয়, বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে।

আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে তিস্তা চুক্তির পাশাপাশি সামরিক সহযোগিতা চুক্তির বিষয়টি নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের দেয়াল তৈরি করেছিল বিএনপি।

বিকেলে ঢাকার নাজিমউদ্দিন রোডে জাদুঘর ঘোষিত পুরোনো করাগারে স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা ছবিগুলোই বিএনপি’র মিথ্যাচারের বলিষ্ঠ জবাব।

৪ দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।