চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক বছর

বাংলাদেশে কার্যক্রম শুরুর এক বছর পূর্তি উদযাপন করেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি প্রতিদিন ঢাকা-কলম্বো-ঢাকার দুটি ফ্লাইট পরিচালনা করে।

বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শেরমাল পেরেরা, বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ)-এর চেয়ারম্যান মাহবুবুল আনাম, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার অরুনা রাতনায়াকেসহ অন্যান্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, তারা তাদের চলমান সেবা অব্যাহত রাখবে এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করতে আশাবাদী।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে দুপুর ১টায় বিমানটি ছেড়ে যায় এবং কলম্বো থেকে প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে সকাল সাড়ে ১১টায় বিমানটি ঢাকায় এসে পৌঁছায়।
১৯৭৯ সালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে শ্রীলঙ্কান বিমান সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।