চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

এএফসি অনূর্ধ্ব ১৯ চ্যম্পিয়নশিপ ২০১৬’র বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারায় তারা।আর উদ্বোধনী ম্যাচে ভূটানের বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছে শক্তিশালী উজবেকিস্তান।

অপেক্ষাকৃত দূবর্ল দল শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুটা তেমন মন কাড়তে পারেনি দর্শকদের। টিম কম্বিনেশনের অভাব আর ব্যক্তিগত নৈপূণ্য দেখাতেই যেন বেশি ব্যস্ত ছিলো খেলোয়াড়রা।

প্রথমার্ধে বেশ  কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্বক খেলে বাংলাদেশের যুবারা। তবে কাঙ্খিত গোলের দেখা মেলে ম্যাচের ৬৭ মিনিটে। ফ্রি কিক থেকে ইব্রাহিমের শট রোহিত মিস করলে ক্রসে তা গোলে  পাঠান ফরোয়ার্ড মামুন রাব্বি।

ম্যাচের ৮২ মিনিটে ভূটান অধিনায়ক ধানুষকার হ্যান্ডবলের কল্যাণে পেনাল্টিটি উপহার পায় সাইফুল বারি টিটুর ছাত্ররা। অন দ্যা স্পটে অধিনায়ক মাসুক মিয়া জনি গোল করলে ২-০ গোলের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।