চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষবেলায় মিরপুরের আলোয় মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি

২০১২ সালের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেশ কয়েকবছর ধরেই মেয়েদের হোম সিরিজগুলো হচ্ছে কক্সবাজার ও সিলেটে। মিরপুরে সালমা-রুমানাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য কবে হবে উত্তর নেই! তবে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার আগের রাতে মিরপুরে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নরা।

সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা মেট্রোর অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের সঙ্গে টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সালমাবাহিনী। সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে প্রস্তুতি হিসেবে এই দলটির সঙ্গে খেলে আসছে বাংলাদেশের মেয়েরা। একাডেমি মাঠে শুক্র ও শনিবার দুটি ম্যাচ খেলেছে টিম টাইগ্রেস। এবার খেলবে শের-ই-বাংলার ২২ গজে।

মেয়েদের ক্রিকেট দেখভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মিরপুরে রাতে আমরা কিছু অনুশীলন সেশন করেছি। ওয়েস্ট ইন্ডিজে আমাদের রাতেই খেলতে হবে। কৃত্রিম আলোর সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার আছে। ঢাকা মেট্রোর ছেলেদের সঙ্গে এক-দেড় বছর আমাদের মেয়েরা খেলছে। আমরা আসলেই উন্নতি করেছি কিনা সেটাই দেখা ওদের সঙ্গে খেলে। মেট্রোর তরুণরাও উন্নতি করছে, আমাদের মেয়েরা উন্নতি করছে। প্রতিপক্ষ হিসেবে তারা বেশ ভালো।’

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়। আগের দুটি বিশ্বকাপে অংশগ্রহণই গর্বের ব্যাপার ছিল। এবার লক্ষ্য আরও বড় কিছুর। সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ক্যারিবীয় দ্বীপে যাচ্ছেন জাহানারা-রুমানা-সালমারা।

৯ নভেম্বর গায়ানায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টিম টাইগ্রেস। ১২ নভেম্বর সালমাবাহিনীর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৪ নভেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ১৮ নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা খেলবে আইসিসির অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ।

বিশ্বকাপে ইভেন্টের আনুষ্ঠানিকতা শুরুর আগে বাংলাদেশ দল গ্রেনাডায় সাতদিনের ক্যাম্প করবে। সেখানকার বয়সভিত্তিক দলের ছেলেদের সঙ্গে খেলবে এশিয়ান চ্যাম্পিয়নরা। খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ। থাকবে আলাদা অনুশীলন সেশন।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দেশ। গ্রুপ ‘এ’তে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। গ্রুপ ‘বি’তে আছে ভারত, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড।