চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘শিল্প মানে পৃথিবীর কাছে লেখা এক প্রেমপত্র’

চলচ্চিত্রের অভিনেতা ও মহান নির্মাতা চার্লি চ্যাপলিনের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা…

চার্লি চ্যাপলিনের ৪৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৫ ডিসেম্বর)। একটি শব্দও উচ্চারণ না করে দর্শককে হাসানোর এবং কাঁদানোর ক্ষমতা ছিল এই মহান শিল্পীর। ব্রিটিশ এই চলচ্চিত্র ব্যক্তিত্ব শুধু অভিনেতা হিসেবেই নন, পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র পরিচালকও বটে। অভিনয়ের পাশাপাশি তিনি কথাও বলেছেন গভীর ও মজার। জেনে নিন বিভিন্ন সিনেমায় ব্যবহৃত তাঁর স্মরণীয় কিছু উক্তি:

১. আমি সবসময় বৃষ্টির মাঝে হাঁটতে পছন্দ করি, যেন কেউ আমার কান্না না দেখে।

২. মানুষের ঘৃণার পাত্র পরিবর্তন হবে, অত্যাচারীর মৃত্যু হবে এবং মানুষের থেকে কেড়ে নেয়া ক্ষমতা আবার মানুষের কাছেই ফিরে আসবে। যতদিন মানুষ বেঁচে আছে, ততদিন স্বাধীনতা নষ্ট হবে না।

৩. হাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা বিফল!

৪. এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, আমাদের সমস্যাগুলোও না।

৫. জীবনটাকে ক্লোজ-আপ এ দেখলে ট্র্যাজিডি মনে হলেও লং-শটে জীবনটা কমেডি।

৬. নিচের দিকে তাকিয়ে থাকলে কখনই রংধনু দেখা যায় না।

৭. আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলো যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়।

৮. শিল্প মানে পৃথিবীর কাছে লেখা এক প্রেমপত্র।