চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিরোপা জিতেই বাংলাদেশ ছাড়তে চায় সূর্যোদয়ের দেশিরা

২০১৩ সালে ঘরের মাঠে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠেছিল জাপান, সম্ভাবনা ছিল শিরোপা জয়ের। সেবার পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি সূর্যোদয়ের দেশের স্টিকম্যানরা।

আট বছর পর ঢাকায় তাদের সামনে ফের এসেছে শিরোপা জয়ের সুযোগ। সেমিতে ফেভারিট ভারতের বিপক্ষে জিতে ফাইনালের টিকেট কাটা জাপান বুধবার সাউথ কোরিয়াকে হারিয়ে ট্রফি নিয়েই দেশে ফিরতে প্রত্যয়ী।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

লিগপর্বে ভারতের কাছে ৬-০ গোলে হারা দলটি সেমিতে ভিন্ন রূপে আবির্ভূত হয়েছিল। ৫-৩ গোলে জেতা ম্যাচে জাপান শক্তি, সামর্থ্য আর গতির ঝড়ে টিম ইন্ডিয়াকে দাঁড়াতেই দেয়নি।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে জাপান অধিনায়ক তানাকা সেরনা জোরালভাবেই বললেন শিরোপার কথা, ‘আগের ম্যাচে তাদের সাথে হারলেও আমরা আজ ভারতকে হারানোর লক্ষ্য নিয়েছিলাম। আমরা সেটা পেরেছি এবং আমাদের পরবর্তী লক্ষ্য শিরোপা জিতে বাংলাদেশ ছাড়তে চাই।’

ফাইনালের প্রতিপক্ষ সাউথ কোরিয়ার সাথে লিগের খেলায় ৩-৩ গোলে ড্র করেছিল জাপান। তাদের বেশ কঠিন প্রতিপক্ষ মেনে নিয়ে তানাকা সেরনা বললেন, ‘কোরিয়া বেশ শক্ত দল, তাই জেতা আমাদের জন্য কঠিন হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে কোরিয়াকে হারানোর চেষ্টা করব এবং এটাই আমাদের লক্ষ্য।’

ঘরের মাঠে না পারলেও ঢাকায় ট্রফি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী জাপান অধিনায়ক, ‘আমি ঢাকায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো এসেছি। নিজের জন্য এবং দলের জন্য সেরাটা দিয়েই চেষ্টা করব। কাল কোরিয়াকে হারালেই আমরা চ্যাম্পিয়ন।’