চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শরীয়তপুরে পদ্মায় ভাঙন কমলেও আতঙ্ক কাটেনি

শরীয়তপুরে পদ্মার ভাঙন কিছুটা কমলেও আতঙ্ক কাটেনি এখনো। নড়িয়ার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষে বইছে পদ্মা। যে কোন সময় হাসপাতালটি পদ্মায় বিলীন হতে পারে।

দুই মাসে নড়িয়ায় পদ্মার ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকহাজার পরিবারের সর্বস্ব। ভেঙে গেছে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, রাস্তা-ঘাট সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। ভাঙ্গনের দু’মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোন সহায়তা না পাওয়া ও পুনর্বাসন শুরু না হওয়ায় ক্ষুব্ধ ভাঙ্গন কবলিত দুর্গতরা।

স্থানীয়দের এখন সবচেয়ে বেশী আতঙ্ক হাসপাতালটি নিয়ে।

হাসপাতাল ছাড়াও ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে ভাঙনের হুমকির মুখে। ভাঙন রোধের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।