চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘লোকে এখনো আমাকে টাইটানিকের ‘রোজ’ নামেই চেনেন’

কেট উইন্সলেট কে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনেছিলেন ‘টাইটানিক’ সিনেমার রোজ চরিত্রের মাধ্যমে। ভারতেও তাই। সেজন্যই ভারতের প্রত্যন্ত এক এলাকাতে কেট উইন্সলেটের স্মরণীয় এক অভিজ্ঞতা হয়েছিল।

এক সাক্ষাতকারে সম্প্রতি কেট বলেন, ‘টাইটানিক’ সবখানেই। দুই বছর আগে আমি ভারতে গিয়েছিলাম। হিমাচল প্রদেশের এক পাহাড়ে আমি একাই গিয়েছিলাম একটি ব্যাকপ্যাক নিয়ে। এক প্রবীণ লোক আমার পেছনে পেছনে আসছিলেন হাতে লাঠি নিয়ে। এক চোখ বন্ধ। বয়স ৮৫ হবে। তিনি আমার দিকে তাকান এবং বলেন, ‘তুমি- টাইটানিক’? উত্তরে আমি বলি ‘জ্বী’। তিনি নিজের বুকে হাত রেখে বলেন, ‘ধন্যবাদ’। আমার চোখে পানি এসে পড়ে। আমি বুঝতে পারি টাইটানিক সিনেমাটি মানুষের কতো প্রিয়।

কেট জানান, ‘টাইটানিক’ সিনেমায় অভিনয়ের পরে তার কোনো ব্যক্তিগত জীবন ছিল না। সব মানুষ তাকেই দেখতেন। তার ব্যাপারে কথা বলতেন। নিজের ব্যাপারে অনেক গুজব শুনতেন। মাঝে মাঝে কষ্ট পেতে হতো তাকে।

তবে ‘টাইটানিক’ এর সাফল্য নিয়ে গর্বিত কেট। এখনও ফেলে আসা সেই দিনগুলোর কথা ভাবেন কেট উইন্সলেট।