চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লাইফ সাপোর্টে এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর লাইফ সাপোর্টে নেয়া হয়।

এরশাদের ছোট ভাই এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ তথ্য জানিয়েছেন।

সিএমএইচে তাকে দেখতে যান দলের নেতারা। এসময় এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান রওশন এরশাদ।

জিএম কাদের জানিয়েছেন, এত দিনেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়াকে শুভ লক্ষণ নয় বলছেন ডাক্তাররা। বয়স এবং বহুমাত্রিক জটিলতার কারণে আশঙ্কাজনক অবস্থায় আছেন এরশাদ।

তিনি বলেন, এরশাদের কিডনি সঠিকভাবে কাজ না করায় রক্তে ইউরিয়া এবং শরীরে পানি জমছে। কমছে না ফুসফুসের সংক্রমনও।

জাতীয় পার্টির উদ্যোগে আগামীকাল এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশের সকল উপাসনালয়ে দোয়া এবং প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি চোখ মেলে তাকান এবং তার কিডনি ও ফুসফুসের সংক্রমণ কমে কিছুটা উন্নতি হয়। এভাবে তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হলে ডাক্তারের পরামর্শে তাকে বিদেশে নেয়ার কথা জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ২৬ শে জুন থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। ৩০ জুন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।