চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোববার থেকে ‘কম দামে’ টিসিবির পেঁয়াজ

দাম সহনীয় পর্যায়ে রাখতে রোববার থেকে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতে পেঁয়াজের দাম বেড়েছে- এমন খবরে দেশের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে এই পণ্যটির দামে। মাত্র ৩ দিনে কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা।

বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সেসময় দেশের বাজারে হু হু করে দাম বেড়ে রেকর্ড ৩০০ টাকা পর্যন্ত ওঠেছিল পেঁয়াজের কেজি। 

এ বছর যেন গত বছরের মত আকাশচুম্বী দাম না বাড়ে সেজন্য পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেয়া হয়েছে।

তাই আগামী ১৩ সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেঁয়াজ আমদানি ও বিক্রয়ের জন্য এ যাবৎকালের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে টিসিবি।

তবে টিসিবি প্রতিকেজি পেঁয়াজ কত টাকা দরে বিক্রি করবে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।

এর আগে গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে টিসিবি অবিলম্বে খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ বিক্রয় শুরু করবে। নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত তা অব্যাহত রাখবে।

একইসঙ্গে কেউ পেঁয়াজের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত ৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে, আমদানিও রয়েছে স্বাভাবিক পর্যায়ে। পেঁয়াজের সংকট বা দাম বাড়ার কোনো কারণ নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে।

এছাড়া পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্কহার পুননির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর এবং আইপি ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।